SCMS

কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অফিসিয়াল ক্ষুদেবার্তা (SMS) এর নম্বর 01847050241

এতদ্বারা সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও এর বিভিন্ন অফিসিয়াল নোটিস ক্ষুদেবার্তার (SMS) এর মাধ্যমে পাঠানো হবে। কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর "স্কুল ও কলেজ ম্যনেজমেন্ট সফটওয়্যার" এর নম্বর থেকেই এই নোটিস ও স্কুল সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অভিভাবকদের জানানো হবে। কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও এর "স্কুল ও কলেজ ম্যনেজমেন্ট সফটওয়্যার" এর নম্বর টি হলো 01847050241. অভিভাবকবৃন্দদের এই নম্বরটি কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও এর ক্ষুদেবার্তা (SMS) এর জন্য অফিসিয়াল নম্বর হিসেবে সংরক্ষন (SAVE) করে রাখার জন্য বলা হলো।

অধ্যক্ষ,
কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও